দেশব্যাপি মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শেরপুরের শ্রীবরদীতে খেটে খাওয়া হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসকল অসহায় কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর আক্তার । উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও সাবান।
রোববার (১৭ মে) বিকালে শেরপুর জেলা পরিষদের সৌজন্যে জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর আক্তার পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫০ জন অসহায় পরিবারের মাঝে এসকল উপহার সামগ্রীর বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা আ’লীগের সদস্য সচিব রুবি আক্তার, সমাজ সেবক মাসুদুর রহমান লাজু তালুকদার, হুমায়ুন তালুকদার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।