You dont have javascript enabled! Please download Google Chrome!

শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল

শেরপুর আখের বাজার-লংগরপাড়া-মামদাবাড়ী-শ্রীবরদী সড়কের সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা মজবুত করণ, ব্রীজ নির্মাণ ও প্রসস্তকরণ কাজ একনেক কর্তৃক অনুমোদিত হওয়ায় ২৯ নভেম্বর বুধবার বিকেলে শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার শান্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেকের চর লংগরপাড়া বাজারে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় কয়েক হাজার মানুষ অংশ নেয়। আওয়ামী লীগ নেতা শরাফত আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, মো. আমিনুর রহমান, আবু সালেম, সবুজ মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত উল্লেখ, প্রায় সাড়ে ৮২ কোটি টাকার এ প্রকল্পটি গত মঙ্গলবার একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেন। কেকের চর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন যাবত এ সড়কটি নির্মাণের দাবী জানিয়ে আসছিল।

শেরপুর টাইমস/ বা.স

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!