
শেরপুরের শ্রীবরদীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার পৌরসভা, গেরামারা, খাসপাড়া, ভায়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে পরামর্শ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তোলে ধরেন্ বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এছাড়া তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।