শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে আসিন নামে ৬ বছরের এক প্রতিবন্ধী শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আসিন ওই গ্রামের ভ্যানচালক শিবলুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায় প্রতিবন্ধী শিশু আসিন। পরে আসিনকে বাড়িতে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে তাদের বাড়ির পাশের পুকুর থেকে আসিনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।