শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলা তাতিহাটী ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া ও জানকিখিলা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো উত্তর ঘোনাপাড়া গ্রামের আ: রহিমের মেয়ে জান্নাত (২) ও জানকিখিলা গ্রামের আল আমিনের ছেলে বাধন (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই শিশু দুইটি খেলার ছলে বাড়ির লোকজনের অগোচরে বসত বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশু দুইটিকে বাড়িতে না পেয়ে খোজাখুজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুকুরের পানি থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।