“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার শ্রীবরদীতে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আশরাফ হোসেন খোকা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। এছাড়াও মেলায় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ্ব উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।