আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজির চর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচন করার লক্ষে শুক্রবার রাতে খড়িয়া কাজির চর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে লংগর পাড়া বাজারে আ’লীগ দলীয় কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খড়িয়া কাজির চর ইউনিয়ন আ’লীগ সভাপতি এম এ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সবুজের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক দুলাল মিয়া, শফিকুল ইসলাম মানিক প্রমূখ। আলোচনা শেষে সাধারন সম্পাদক প্রার্থীতা ঘোষণার প্রস্তাব পেশ করেন।
এসময় ৪ জন প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীরা হলেন আ’লীগ যুগ্ম-সাধারন সম্পাদক দুলাল মিয়া, আ’লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মানিক, দলীয় কর্মী শহিদুল ইসলাম ও শুক্কুর মাহমুদ।
এসময় ৪ জন প্রার্থীর মধ্যে কোন সমঝোতা না হওয়ায় একক প্রার্থী হওয়ার লক্ষে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়। উল্লেখ্য বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই থেকে পদটি শুন্য থাকায় ২০ জুন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন।