শেরপুরের শ্রীবরদী থানার নবাগত ওসি মো. মোখলেছুর রহমানকে উপজেলা যুবলীগ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন। বুধবার (৯ ডিসেম্বর) বিকালে শ্রীবরদী পৌর শহরের উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে ওসি মো. মোখলেছুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু, গড়জরিপা ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান বাদশা প্রমূখ। এসময় উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন নবাগত ওসির সাথে দশ ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেন। পরে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয় এবং নেতৃবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।