`রাস্তাঘাটে আমার বোন হচ্ছে কেনো ধর্ষণ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের দ্রুত বিচার কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রীবরদী সরকারি কলেজের সামনে সড়কে ফেসবুক গ্রুপ শ্রীবরদী হেল্পলাইনের আয়োজনে বেলা ১২ টা হতে সাড়ে ১২টা পর্যন্ত ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় ধর্ষকদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন শ্রীবরদী হেল্পলাইন গ্রুপের এডমিন রুমান, সানজিদ হাসান, রাকিবুল হাসান রকি, রুহুল আমিন, শারমিন আক্তার শান্তি প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শস্তি না দেওয়ায় দিনদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। পরে প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধনে মুখে আঙ্গুল দিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।