শ্রীবরদীর অরাজনৈতিক সংগঠন মাধবপুর ঠিকানা সমাজ সেবা সংস্থার আয়োজনে প্রতি বছরের ন্যায় শনিবার সকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অসহায় দুস্থ্যদের মাঝে ৩ শত ২০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মাধবপুর ঠিকানা সমাজ সেবা সংস্থার সভাপতি মাহফুজুর রহমান হিটলারের সভাপতিত্বে ও সংস্থার সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হক ববি’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি ইয়ানুছ আলী, ত্রান ও পুণর্বাসন সম্পাদক সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম,
মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুন্নাফ, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিজল হক, মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম ও উসমান আলী প্রমূখ। এসময় মাধবপুর ঠিকানা সমাজ সেবা সংস্থার সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।