শেরপুরের শ্রীবরদীতে দুগ্ধবতী মায়েদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব তহবিল থেকে গোশাইপুর, গড়জরিপা ও কুড়িকাহনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী মায়েদের হাতে তুলে দেন ইউএনও।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুছ সহ সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গোশাইপুর, গড়জরিপা ও কুড়িকাহনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আওতাধীন ৩০ জন দুগ্ধবতী মায়েদের মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।