শেরপুরের শ্রীবরদীতে শুক্রবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বছরের আলিফ নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত শিশু তাতিহাটি নয়াপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে ড্রাইভার ট্রাকটি গেরামারা গ্রামে রাস্তার উপর রেখে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গেরামারা গ্রাম থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কে কর্ণঝোড়া গামী একটি মালবাহী ট্রাক তাতিহাটি নয়াপাড়া নামক স্থানে শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে লোকজন ঘাতক ট্রাকটিকে ধাওয়া দিয়ে গেরামারা গ্রামে এসে ট্রাকটি আটক করে। তবে ড্রাইভার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। শ্রীবরদী থানার পুলিশ উপ-পরিদর্শক আত্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর টাইমস/ বা.স