শেরপুরের শ্রীবরদীতে ট্রাকের ধাক্কায় উজির আলী নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত উজির আলী জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার টেকরকান্দি গ্রামের মৃত মুসলিম উদ্দিন মজির ছেলে ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে নিহত উজির আলী ভাড়ায় ভ্যান চালিয়ে শ্রীবরদী শহর থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে উপজেলার বটতলা ছনকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয় । ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পরে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।