শেরপুরের শ্রীবরদীতে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এনএম সাজ্জিল সাদিক, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা নির্বাচন অফিসার এনএম সাজ্জিল সাদিক বলেন, পূর্বের জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে। যাদের পরিচয়পত্র হারিয়ে গেছে তাদেরকে নির্বাচন কমিশন বরাবর ব্যাংক চালানের মাধ্যমে ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। তিনি আরো বলেন, নতুন ভোটাররা ¯িøপ জমা দিয়ে পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। পৌরসভায় বিতরণ শেষ হলে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারী থেকে ০১ মার্চ পর্যন্ত শ্রীবরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে বিতরণ করা হবে।