শ্রীবরদীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ফজল মিয়া নামে ওই পিতার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে ঘাতক ছেলে আব্দুর রউফকে গ্রেফতারের পর আদালতে পাঠায় পুলিশ।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, ফজল মিয়ার সাথে তার ৪ ছেলের দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গেল রাতে ফজল মিয়ার সাথে ছেলে আব্দুর রউফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রউফ বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত ফজল মিয়াকে জেলা সদর হাসপাতালে আনা হলে ওই রাতেই তার মৃত্যু হয়।