শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীবরদী ডাকবাংলো রোডের ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আলী লাল।
ছাত্রনেতা আল মাহমুদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম এ মতিন, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীদ উল্লাহ শাহী, উপজেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান রুমান, জাহিদ হাসান নিলু, জোনাইদ আনসারী, পৌর ছাত্রলীগের সভাপতি হামিদুর রহমান, ছাত্রলীগের সদস্য ইমরান মিয়া, কামরুল হাসান শাওন ও রাকিব মিয়া প্রমুখ।
অপরদিকে, উপজেলা কৃষকলীগের আয়োজনে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচনী মত বিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার। সাধারন সম্পাদক বনিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, পৌর কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।