শেরপুরের শ্রীবরদী পৌর শহরের পশ্চিম বাজারের ডাকবাংলা সড়কে নির্মাণাধীন বাড়ি থেকে আলপনা উর্মি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ওই বাড়ির বাকানো একটি রডের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময়ে রহস্যজনক এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। আলপনা উর্মি স্থানীয় মুন্সীপাড়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। তার একটি কন্যা সন্তান রয়েছে।
এব্যপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে তদন্ত চলছে ।