শেরপুরের শ্রীবরদীতে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ শনিবার (৩০ এপ্রিল) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুল মমিন (৩০) উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই সাইয়েদুল ও এএস আই মোতাহার হোসেন সংগীয় ফোর্সসহ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে মেঘাদল বাজার থেকে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।