শ্রীবরদীতে গরু চুরির ঘটনা ও পারিবারিক কলহের জের ধরে ৭ আগস্ট সকালে ৩ জন গুরুতর আহত হয়ে শ্রীবরদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের ঝোলগাঁও গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল হাসেম (৪৫), ও তার স্ত্রী ছায়েদা বেগম (৪০) এবং তার ছেলে সাইদুর মিয়া (২৫) । এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানাগেছে, প্রায় ২ মাস আগে বাড়ি থেকে হাসেমের একটি গরু চুরি হয়। ঘটনার কিছুদিন হাসেম একই গ্রামের মোতালেবের ছেলে ইদ্রিস আলী ও আরিজলের স্ত্রী’র কাছে জানতে পারে একই গ্রামের সাকাওয়াতের ছেলে হান্নান, আমজাতের ছেলে সাজু ও আলফাজ দেওয়ানীর ছেলে আব্দুর রশিদ ফেলু গরু চুরি করে বিক্রি করেছে। এনিয়ে আবুল হাসেমের সাথে হানান, সাজু ও ফেলুদের সাথে কলহ চলে আসছিল। ঘটনার দিন ৭ আগস্ট সকালে হাসেম ও তার ছেলে সাইদুর এবং তার স্ত্রী সায়েদা সবজি ক্ষেতে যাওয়ার পথে পুর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র রামদা ও লাঠি সোডা নিয়ে হান্নান, সাজু, সাইফুল, বাদশা, আমজাদ, সাকাওয়াত ও আব্দুর রশিদ ফেলু অতর্কিত হামলা ও মারপিট করে। এতেকরে আবুল হাসেম, স্ত্রী ছায়েদা ও ছেলে সাইদুর মিয়া গুরুতর আহত হয়। পরে এলাবাসি তাদের উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সাইদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে শ্রীবরদী থানায় একটি মামলার প্রস্তুতি চরছে। এব্যাপারে সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনুর সাথে কথা হলে তিনি জানান, মারপিটের ঘটনা শুনেছি।