শেরপুরের শ্রীবরদীতে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির প্রথম ডোজ উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির কার্যক্রম শুরু করা হয়।
এতে প্রথম পর্যায়ে টিকা গ্রহণ করেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম দোলা, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান।
পরে পর্যায়ক্রমে মেডিকেল অফিসার ডা. তোহরা তুজ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মোহতাসিন বিল্লাহ তারেক, উপজেলা পরিষদের ড্রাইভার রফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, মেডিকেল অফিসার ডা. জুলফিকার সাইফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দস, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এ.কে.এম মাসুদুর রহমান, স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হক প্রমূখ।