শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে ১ কোটি ৪৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আমিরুল ইসলাম। এর মধ্যে রাজস্ব খাতে ১৬ লক্ষ ও উন্নয়ন খাতে ১ কোটি ৩২ লক্ষ টাকা।
প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি উপ-সহকারি মোস্তাফিজুর রহমান, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, ইউপি সদস্য আতোয়ার গণি সিদ্দিক, খাটিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তারিকুল ইসলাম, হাছেন মাস্টার, কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
এসময় সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।