আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা সোমবার রাতে শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া ও কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে গণসংযোগ করেছেন।
এসময় সফর সংগী হিসাবে ছিলেন তার সহধর্মীনি ফারহানা ইয়াসমিন প্রেমা ও শতাধিক নেতা-কর্মী ও সমর্থক। গণসংযোগকালে তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ক্ষমতার মসনতে বসাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমার বিশ্বাস বিপুল ভোটে জয়ী হয়ে এ আসনটি তাকে উপহার দিতে পারবো।