আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মিজানুর রহমান রাজা মোটর সাইকেল শো-ডাউন করেছেন।
মঙ্গলবার সকালে তার বাসভবন বিলভরট থেকে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন। বিশিষ্ট সমাজ সেবক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রাটি ভায়াডাঙ্গা বাজার হয়ে (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ গ্রহন করেন মিজানুর রহমান রাজার সহ-ধর্মীনী ফারহানা ইয়াসমিন প্রেমা, জাতীয় শ্রমিকলীগের রানিশিমুল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম বানু, সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,শ্রমিকলীগ নেতা জহুরুল হক বাদশা, আমজাদ হোসেনসহ কয়েক শতাধিক কর্মী ও সমর্থক।