শ্রীবরদীতে মাল্টি সেক্টোরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও উপজেলা স্বাস্থ্য বিভাগ শ্রীবরদীর আয়োজনে ও বিংস প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হক, বিংস প্রজেক্ট ম্যানেজার সুজিত চিসিম, প্রজেক্ট অফিসার শাহেন ডিনা সুলতানা, রাম প্রসাদ ঘোষ, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, আসাদ উল্লাহ বিল্লাল, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা জলি, ইউপি চেয়ার্যান হামিদুল্লাহ তালুকদার, আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।