আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীরা যখন দলীয় প্রতীক পাওয়ার প্রত্যাশায় লবিংয়ে ব্যস্ত ঠিক এমনি সময়ে উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল সোমবার বিকালে গণসংযোগ করেছেন।
শ্রীবরদী উপজেলা যুবলীগের আহবায়ক তারুণ্যের প্রতীক জাহিদুল ইসলাম জুয়েল আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন এমন প্রত্যাশা নিয়ে সোমবার বিকালে রানীশিমুল ইউনিয়নের বিলভরট মোড়, বরইকুচি নতুন বাজার ও সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া বাজারে সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেছেন।
এসময় তার সাথে রানিশিমুল ও সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এনিয়ে তার সাথে কথা হলে তিনি জানান, আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ আশাকরি আমাকে মনোনয়ন দিবে। আমি নির্বাচিত হলে শ্রীবরদীকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।