শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাছরিন বেগম ফাতেমা শনিবার বিকালে শ্রীবরদীর বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন।
এসময় তিনি কাকিলাকুড়া চৌরাস্তা বাজার, গড়খোলা বাজার, সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া বাজার, মেঘাদল বাজার, রানীশিমুল ইউনিয়নের বালিজুরি বাজার, বিলভরট মোড় ও ভায়াডাঙ্গা বাজারের সর্বস্তরের ভোটারদের সাথে গণসংযোগ করেন।
গণসংযোগের সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন তার স্বামী বিশিষ্ট শিক্ষানুরাগী শেরপুর আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মাহবুবুর রহমান সুজাসহ অনেক দলীয় নেতা-কর্মী ও সমর্থক। গণসংযোগ চলাকালে সর্বসাধারনের কাছে দোয়া, মতবিনিময় ও নিজের পরিচিতি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।