শ্রীবরদীতে সোমবার আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা হলরুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সেঁজুতি ধরের সভাপতিত্বে আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, ওসি রেজাউল হক, কর্ণঝোরা বিজিবি ক্যাম্প ইনচার্চ হারুন, জেলা পরিষদ সদস্য আবু জাফর, আব্দুল্লাহেল আল-আমিন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, হামিদুর রহমান, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল প্রমূখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।