করোনার ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষ সোমেশ্বারীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও ইউএনও নিলুফা আক্তারের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা, সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কর্ণঝোড়া বিজিবি’র ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার মো. আলীমুজ্জামান, সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।