শেরপুরের নকলা পৌরসভার কাউন্সিলর আব্দুল আউয়াল সেলিমের বড় ভাই এবং অবসর প্রাপ্ত নায়েব আহছান উল্ল্যাহ সরকার এর বড় ছেলে আব্দুর রউফ সরকার (৫৬) আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে তার নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনাগ্রাহী রেখে গেছেন। আব্দুর রউফ সরকার বাংলাদেশ চলচ্চিত্র বিভাগের প্রডাকশান ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় নকলা কায়দা কবস্থান মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে কায়দা কবরস্তানে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রডাকশন হাউজ, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন গভীর শোক জানিয়েছেন।