You dont have javascript enabled! Please download Google Chrome!

শেরপুুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে ধান ক্ষেতে গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে জহুরুল হক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জহুরুল শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার আব্দুল হালিমের ছেলে।
স্থানীয়রা জানান. আজ (২৪ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে সাতটার দিকে জহুরুল প্রতিদিনের ন্যায় গবাদী পশুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এ সময় জৈনক মাহমুদের বিদ্যুৎচালিত সেচ পাম্পের পাশে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে আসছি তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য এডিএম মহোদয়ের কাছে আবেদন করা হয়েছে।

শেরপুর টাইমস/ বা.স

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!