শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। রবিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভ‚ঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ১২৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত এডিএম শহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এসএমএ ওয়ারেজ নাইম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।
এছাড়াও লাঙ্গল প্রতীকের মো. সিরাজুল ইসলাম ৪৩৯, গামছা প্রতীকের প্রার্থী মো. সুন্দর আলী ১৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী কেটলি ঈগল প্রতীকে মো. মিজানুর রহমান ৫২৭ ভোট, মো. ইকবাল আহসান ঈগল প্রতীকে ২ হাজার ৫৮০ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৪০০ জন।