শেরপুর-১ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। ২৪ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
এদিন হুইপ সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া, কামারেরচর বাজার, সাহাব্দীচরসহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা ও চরাঞ্চলবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা আল ফারুক ডিউন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সোয়েব আহম্মেদ শাকিল, কামারের চর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দুলাল উদ্দিন মাস্টার প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
হুইপ আতিক বলেন, কামারের চরে পাকা রাস্তা নির্মাণ, ইউপি ভবন নির্মাণ মসজিদ মাদ্রাসার উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কামারের চরের নারী-পুরুষ ভোটারদের আহ্বান জানান।