একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের গণসংযোগ করেছে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর সদর উপজেলা শাখা। ২২ ডিসেম্বর রবিবার দিনব্যাপি ৫নং ধলা ইউনিয়নের মাইছপাড়া, পলভাঙ্গা, চান্দেরনগর, তিনঘরিয়াপাড়া, কড়ইতলা বাজারে নৌকার গণসংযোগ করেন।
শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল ইসলাম শাওন’র নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন ধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান সেলিম, বর্তমান সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক, শাহরিয়ার শুভ মনির, শাহিন মিয়া, মজনু মিয়া, ভাতশালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ভাতশালা ইউনিয়ন ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের ছাত্রনেতা আবু রায়হান, রুমান মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল মজিদ, বর্তমান যগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান, কলেজ শাখার ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ পাপ্পুসহ ওই ইউনিয়নের শতাধিক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহব্বান জানান।