শেরপুর সরকারী কলেজ ডিবেটিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শেরপুর সরকারী কলেজের ছাত্রাবাস মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিবেটিং ক্লাবের সভাপতি খন্দকার শাহরিয়ার সৌরভের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ছারোয়ার জাহান।
শেরপুর সরকারী কলেজ ডিবেটিং ক্লাবের মেন্টর ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক খান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আত্রাম হোসাইন প্রমূখ।
এসময় জেলা রেড ক্রিসেন্ট এর যুব প্রধান ইউসুফ আলী রবিন, ডিবেটিং ক্লাব এর প্রধান উপদেষ্টা এমদাদুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক শুভংকর শাহা ও কলেজ ছাত্রলীগ, ছাত্রদল, কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাবের সাবেক সদস্যসহ বিভিন্ন স্কুল কলেজের বিতার্কিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।