শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চার গুনী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন-মুকছুদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী, ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা খানম ও টাকিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ^ শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। গণসাক্ষরতা অভিযান, সেবা পরিষদ ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অন্যান্যের মাঝে বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, উপানুষ্ঠানিক শিক্ষার উপ-পরিচালক মোক্তার হোসেন, নির্বাহী পরিচালক জয়নুল আবেদীন, সম্মাননা প্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, মোহসীন আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
শেরপুর টাইমস/ বা.স