শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ ৮ মে রবিবার। সকাল ১১টায় শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।
সম্মেলনে সভাপতিত্ব করবেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি এবং সঞ্চালনা করবেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
এদিকে সম্মেলন উপলক্ষে শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে চকবাজারস্থ শহীদ মিনার চত্বরে প্যানা, ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। সম্মেলনের মঞ্চ তৈরিসহ প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক সম্মেলনস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাডভোকেট আবুল কাশেম জিপি তৃতীয় দফায় সভাপতি এবং প্রকাশ দত্ত দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।