শেরপুর জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস কনসার্টে গান পরিবেশন করার কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী গামছা পলাশের। কিন্তু সময়মতো তিনি আসতে পারেনি। অনুষ্ঠানে তাকে না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
রাত এগারোটার পর শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আসেন গামছা পলাশ। কেন দেরিতে এলেন, এর ব্যাখ্যা দিয়েছেন এ শিল্পী।
গামছা পলাশ বলেন, রাস্তায় প্রচুর জ্যাম যার কারণে আমি সময়মতো পৌছতে পারিনি। শেরপুরে প্রোগ্রাম করবো তাই রাজধানীতে প্রোগ্রাম রাখিনি আজ। আমার আপ্রাণ চেষ্টার পরও মুক্তাগাছা এবং ফুলপুরে ব্যপক জ্যামে আটকে থাকায় সময়মতো আসতে পারলাম না। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। শেরপুর সময়মতো পৌছতে আমি খুব চেষ্টা করেছি।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তের এক ফেসবুক লাইভে এসব তথ্য জানা যায়।
ওইসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।