শেরপুর প্রেসক্লাবের ২১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। আজ (২০ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো: শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের উপস্থিতিতে এ কমিটি চুড়ান্ত করা হয়।
নবগঠিত এ কমিটির কর্মকর্তারা হচ্ছেন যথাক্রমে সভাপতি মো: শরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি জিএম বাবুল, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সহ:সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও রেদুয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ: সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, কোষাধ্যক্ষ মলয় মোহন বল, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফুর রহমান ফকির, সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার, সুব্রত দে ভানু, দেবাশীষ ভট্রাচার্য, সাবিহা জামান শাপলা, আলমগীর কিবরিয়া কামরুল, আলমগীর হোসেন ও রওশন কবীর আলমগীর।
এ কমিটি আগামী ২ নভেম্বর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে আগামী দুই বছর শেরপুর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।