শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ শরিফুর রহমান গত ৭ আগস্ট থেকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন মসজিদে তার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন। এছাড়াও শেরপুরের বিভিন্ন মসজিদে শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা তার জন্য দোয়া করা হয়েছে। তার আশু রোগমুক্তি ও নেক হায়াত কামনা করেছেন জাতীয় সংসদের হুইপ এবং শেরপুর- ১ আসনের এমপি মোঃ আতিউর রহমান আতিক।
উল্লেখ্য, গত ১০ আগস্ট করোনা পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়েছিলেন। পরের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে শেরপুরের সকল সাংবাদিক, রাজনৈতিক ও শুভাকাঙ্খীদের প্রতি তার আরোগ্য লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে।