শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যে মামলা দিয়ে হয়রানী এবং কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যালকে জেলা প্রশাসক কর্তৃক মিথ্যে মামলা দিয়ে আটক করে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূীতে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট জাকির হোসেন, কাকন রেজা, রফিক মজিদসহ জেলার সর্বস্তরের সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতারা অতিসত্বর কুড়িগ্রামের ঘটনায় জড়িত দোষীদেরসহ দেশের সকল সাংবাদিক নির্যাতনের ঘটনার শাস্তি দাবী করেন।