চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য শেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তবে মনোনয়ন ঘোষণার পর শেরপুর শহরে লিটন সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়লেও উত্তেজনা দেখা দেয় দলের অপর মনোনয়নপ্রত্যাশী, গেল কয়েক বছর থেকে প্রচারণায় মাঠে থাকা তৃণমূলের বিজয়ী প্রার্থী আনিসুর রহমানের সমর্থকদের মধ্যে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
১৩ জানুয়ারি বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে ওই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা তাদের মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে দলের অপর মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার মনোনয়ন বোর্ডে বর্তমান মেয়র আবারো মনোনয় পাওয়ার পর এক ফেসবুক লাইভে এসে তিনি নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।
এদিকে শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী লাল।