ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালা গ্রহণ করেছে শেরপুর পৌরসভা। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ণাঢ্য র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সম্মাণনা প্রদান, নান্দনিকতা, শহরের সৌন্দর্যবর্ধন সহ বিভিন্ন কর্মসূচি এসব অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত রয়েছে। এবছরের মাঝামাঝি অনুষ্ঠানমালা শুরু হয়ে চলবে ২০১৯ সালের মাঝামাঝি পর্যন্ত।
শেরপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। পৌর পরিষদের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, সাবেক পৌরপতি, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সংস্কৃতি কর্মী, সাংবাদিক ও সুধীবৃন্দ এতে অংশগ্রহণে করেন। সভায় জাঁকজমকপূর্ণভাবে পৌরসভার ১৫০ বছর পূতি উদযাপনের বছরব্যাপী কর্মসূচি গ্রহণের লক্ষে পৌর মেয়রকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি এবং ১০টি উপ-কমিটি গঠন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা এ উপলক্ষে এমন কোন স্থাপনা নির্মাণ করার প্রস্তাব করে যা নাগরিকদের কাজে লাগার পাশপাশি ১৫০ বছর পূর্তির স্মারক হিসেবে বিবেচিত হবে।
এ প্রস্ততি সভায় অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেদুয়ানুল হক দিপু, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম রিয়াজুল হাসান, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, সদর থানা আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আ’লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক হারুণ অর-রশীদ, রবীন্দ্র সংগীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, লেডিস ক্লাব সাধারণ সম্পাদক আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক হাকিম বাবুল, প্যাণেল চেয়ারম্যান আতিউর রহমান মিতুল প্রমুখ বক্তব্য রাখেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।