তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহায়তায় শেরপুর পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন কার্যক্রমের আওতায় খসড়া মহাপরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। এর আগে শেরপুর পৌরসভার ২০ বছর দীর্ঘমেয়াদী নগর ও অবকাঠামো বিষয়ক উপস্থাপনা করেন ডিসিসি প্রাঃ লিঃ এর টিম লিডার প্রফেসর ড. মহসিন উদ্দিন আহমেদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, মুক্তিযোদ্ধা সংগঠক আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সমাজসেবক আনছার আলী তালুকদার, সাংবাদিক সুশীল মালাকার, হাকিম বাবুল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ শেরপুর পৌরসভার ওইসব প্রকল্পের আওতায় সুন্দর নগরায়ন গড়তে মহাপরিকল্পনা ও দীর্ঘমেয়াদী কর্মসূচীর উপর প্রস্তাবনা ব্যক্ত করেন। ওইসময় মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, হরিজন পল্লী ও ঋষিপাড়া অবকাঠামো উন্নয়ন, পুলিশ লাইন্স সংলগ্ন অষ্টমীতলা থেকে নিউমার্কেট ৪০ ফুট রাস্তার সম্প্রসারণ, বাইসপাস সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ সার্বিক উন্নয়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।