শেরপুরে শহরের নবীনগর এলাকায় টাটা পিকআপ চ্যানেল পার্টনার শো-রুম উদ্বোধন ও প্রদর্শনী কেন্দ্র চালু করা হয়েছে। ২৭ অক্টোবর শনিবার দুপুরে ৭৬ তম এ শো-রুমের উদ্বোধন করেন নিটল মটরসের ডিলার পার্টনার এক্সপানশান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল পার্টনার দি শেরপুর মটরসের স্বত্তাধিকারি সৈয়দ সাব্বির আলী। নিটল মটরস ও দি শেরপুর মটরস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়্যেদ এম. মুরশীদ আলী, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলা ট্রাক-ট্যাংক লড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান একটি পিকআপ বুকিং করে এলইডি টিভি পুরষ্কার লাভ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ শো-রুমে টাটা মটরসের বিভিন্ন ধরনের গাড়ী প্রদর্শনী এবং নগদ ও কিস্তিতে বিক্রয় করা হবে। সেইসাথে চালু করা হবে সার্ভিস সেন্টার, যাতে টাটা গাড়ী ক্রেতাদের বিক্রয়োত্তার সেবা নিশ্চিত করা সম্ভব হবে।