বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে গৃদা নারায়নপুর এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপম, সহ- সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রয়েল, থানা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, ছাত্রদলের জেলা সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।