সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগের ফাইনাল খেলায় শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং ক্লাব। ১২ নভেম্বর সোমবার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত ওই খেলায় রাইজিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করে নবী হোসেন রেজভী। রাইজিং ক্লাবের মুহূর্মুহূ আক্রমণে শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ পুরো খেলায় বিপর্যস্ত ছিল। ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ হন রেজভী।
এদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেছেন রাইজিং ক্লাবের অধিনায়ক ইমরান। পুরো টুর্নামেন্টে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কাকলী স্পোর্টিং ক্লাবের গাফিল মিয়া। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার গোলরক্ষক বাপ্পী। এছাড়া টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি জিতেছে কাকলী স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। জেলা ফুটবল পরিষদের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল পরিষদের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা জুয়েলার্স সমিতির সহ-সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক সুশীল মালাকার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এদিন জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে খেলা থেকে অবসরগ্রহণ করায় ফুটবলার কাউন্সিলর বাদশা মিয়া ও মনির হোসেনকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর থেকে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগ-২০১৮ শুরু হয়। এবারের ফুটবল লীগে লীগে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।