‘অন্যভাবে সক্ষম’ মানুষেরা সমাজের বোঝা নয়, এরাও দেশের সম্পদ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক গণশুনানিতে আগত ‘অন্যভাবে সক্ষম’ ৪ জনসহ ১১জন দুঃস্থকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব সপ্তাহের নিয়মিত গণশুনানিতে অংশ নেওয়া ওই ১১ জনের মধ্যে সহায়তা প্রদান করেন। এদের মধ্যে দুঃস্থ ৩ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ১ জনকে ট্রাইসাইকেল, ৩ জনকে চিকিৎসা সহায়তা ও ৪ জনকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।