শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রিয় সহসভাপতি মিলন কান্তি দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সুব্রত কুমার দে।
সম্মেলনে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সদস্য বাবুল দেবনাথ, হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য সুভাষ সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কুমার পোদ্দার, সংগঠনের জেলা শাখার যুগ্ম-আহবায়ক বিনয় সাহা, সদস্য সচিব চন্দন কুমার সাহা, পৌর শাখার সভাপতি অজয় চক্রবর্ত্তী, নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার প্রমুখ।
সম্মেলনে জেলার পাঁচ উপজেলার সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন। পরে উপস্থিত প্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে সুব্রত কুমার দে, চন্দন কুমার সাহা, প্রকাশ দত্ত ও বিনয় কুমার সাহাকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সম্মেলনে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।