আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রুমান। শনিবার (২৭ আগস্ট) নির্বাচনী এলাকা জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা, মালিঝিকান্দা ও ধানশাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক পৃথক মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে তিনি বলেন, ‘বিগত পাঁচ বছরে সরকারের কাছ থেকে যেটুকু অর্থ জেলা পরিষদে বরাদ্দ পেয়েছি তা দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছি। বরাদ্দের তুলনায় আপনাদের প্রত্যাশা বেশি থাকায় হয়তো সকলের চাহিদা আমরা পূরণ করতে পারিনি, কিন্তু সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন; তাহলে আপনারা এবারও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা রাখছি।’
এসময় উপস্থিত জনপ্রতিনিধিগণ আগামী নির্বাচনে সমর্থন দেয়ার ব্যাপারে শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. হুমায়ুন কবির রুমানকে আশ্বস্ত করেন।
সভায় ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুলের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. বায়েজিদ হাসান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধানশাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাসুদ, সদর ইউনিয়ন পরিষদরে সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ধানশাইল ইউপি সদস্য আলম প্রমুখ।
এর আগে হাতিবান্দা ও মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক পৃথক মতবিনিময় করেন তিনি।