শেরপুর জেলা জাতীয় পার্টির ১২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ২০ সেপ্টেম্বর সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে মো. ইলিয়াস উদ্দিনকে সভাপতি ও মো. মাহমুদুল হক মনিকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করে ১২০ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির খরমপুর কার্যালয়ে সভাপতি মো. ইলিয়াস উদ্দিন সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় পূর্ণাঙ্গ জেলা কমিটির নাম ঘোষণা করেন। এ সময় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণা শেষে সবাই মিষ্টিমুখ করেন।